প্রকাশ পেল অজয় দেবগণের পরিচালনায় ও অভিনীত ‘রানওয়ে ৩৪’ ছবির টিজার। আগেই ছবির মোশন পোস্টারের ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা। ছবিতে অজয় দেবগণের সাথে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও রাকুলপ্রীত সিংকেও। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার পেজে অজয় দেবগণ নিজেই ছবির টিজার শেয়ার করেন। ক্যাপশনে লেখা আছে, ‘মাটি থেকে ৩৫ হাজার ফুট উঁচুতে যে সত্য লুকিয়ে রয়েছে..এবার দেখুন সেই টিজার’।সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি ‘রানওয়ে ৩৪’। ছবিটির ট্রেলার মুক্তির পাবে আগামী ২১শে মার্চ। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে ছবি টিজার-সহ ট্রেলার মুক্তির দিন শেয়ার করেছেন। ২৯শে এপ্রিল মুক্তির পেতে চলেছে অজয় দেবগণ অভিনীত ছবি ‘রানওয়ে ৩৪’।
https://www.instagram.com/tv/CbHP9T1oD7F/?utm_medium=copy_link