ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু, মিতিন মাসি, সোনাদা, শান্তিলালের পর এবার পালা গোয়েন্দা জুনিয়ারের। আর এই গোয়েন্দার সৃষ্টিকর্তা হলেন মৈনাক ভৌমিক। ২০ সেপ্টেম্বর আসছে গোয়েন্দা জুনিয়র। মুক্তি পেল এই সিনেমার টাইটেল ট্র্যাক। সংগীক পরিচালক স্যাভি জানালেন, এখনকার কিশোর-কিশোরীদের কথা ভেবেই তৈরি হয়েছে ট্র্যাক। তাই মোশন গ্রাফিক্স আর ইন্সট্রুমেন্ট। এবার পুজোয় সকলের মুখে মুখে ঘুরবে এই ছবির গান, তা কিন্তু হলফ করে বলাই যায়। এই গানের কথা ও সুর সায়ন মিত্রের। গেয়েছেনও তিনি। বয়স ১৬ হলে কি হবে ইতোমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে গোয়েন্দা জুনিয়ার। গোয়েন্দা গল্পের পোকা বিক্রম। এদিকে তার ক্রাশ স্কুলের বান্ধবী টুকি। টুকির বাবা সঞ্জয় পুলিশ দফতরের দুঁদে গোয়েন্দা। বিক্রমের সুপ্ত গোয়েন্দাগিরির বাসনা তাঁর আজানা নয়। একদিন এক খুনের কিনারা করতে গিয়ে তিনি দায়িত্ব দিলেন বিক্রম আর টুকিকে। কীভাবে খুন হল, কোথায় বা খুনি অস্ত্র লুকিয়ে রাখল এর কিনারা কি করতে পারবে বিক্রম? জানতে হলে অপেক্ষা করতে হবে ছবি মুক্তির।