বাবা-মা হলেন বলিউডের জনপ্রিয় দুই তারকা গুরমিত চৌধুরি ও দেবিনা ব্যানার্জি। ভিডিও শেয়ার করে গুরমিত চৌধুরি লেখেন, ‘গতকাল অর্থাৎ ৩.৪.২০২২ এই পৃথিবীতে আমাদের কন্যা সন্তান এসেছে। তাকে স্বাগত জানাই। প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। ভালোবাসা ও কৃতজ্ঞতাসহ গুরমিত ও দেবিনা।’ সাধারণ নাগরিকদের পাশাপাশি তাতে কমেন্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অন্যান্য তারকারাও।