লাফটার কুইন ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া অনেক আগেই মা হওয়ার খবর মিডিয়ায় প্রকাশ করেছিলেন। প্রচুর মজার ভিডিও এবং ছবিও পোস্ট করেছেন।
গত রবিবার ৩ এপ্রিল, হর্ষ তাঁর স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন, ক্যাপশন দিলেন – “It’s a BOY ❤️”
পরিবারে নতুন সদস্যের আগমনের জন্য তারকারা (করণ জোহর, পরিনীতি চোপড়া, মৌনি রয়, হিনা খান, অর্জুন বিজলানি, জয় ভানুসালি এবং আরও অনেকে) অভিনন্দন জানিয়েছেন।