গত বছর অর্থাৎ ২০২১ সাল থেকেই শোনা গিয়েছিল যে, বলিউডে ফের পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও বলিউডে বেশ কয়েকটি কাজ করেছেন নায়ক এর আগেও, যার মধ্যে রয়েছে, ‘সাংহাই’ ও ‘আঁধিয়া’। ফের একবার বলিউডে বুম্বা দা। তবে এবার সিনেমা নয়, বলিউড ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করতে চলেছেন নায়ক। অবশ্য বলাই বাহুল্য, কাহিনী অনুযায়ী তিনি অভিনয় বেছে নিয়েছেন এই ওয়েবসিরিজের। সিরিজের নাম, জুবলি। তবে এবার প্রসেনজিৎ-এর বলিউড সফর হতে চলেছে, তিনি নিজেই শোনাবেন স্বাধীনতার পরবর্তী বলিউড তৈরির ইতিহাস।