বাংলা চলচ্চিত্র জগতের সবথেকে পুরানো পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বলতেই চলে আসে টেলি সিনে অ্যাওয়ার্ডের নাম। ভারত ও বাংলাদেশের চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী মহলদের নিয়ে আয়োজিত হচ্ছে ১৯তম টেলি সিনে অ্যাওয়ার্ড। আগামী ১৪ই মে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে এই অ্যাওয়ার্ড শো-টি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত-বাংলাদেশের চলচ্চিত্র জগতের বহু শিল্পীরা, থাকবেন প্রখ্যাত তারকারা, সঙ্গীত মহলের জনপ্রিয় শিল্পীরাও। তাছাড়াও এবছর টেলি সিনে অ্যাওয়ার্ডে লাইভ টাইম এচিভমেন্ট এ সম্মানিত হতে চলেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুনা লায়লা এবং প্রখ্যাত অভিনেতা আলমগির। ভারত ও বাংলার দুই দেশকেই মাতিয়ে রেখেছিলেন ৯০ দশকের জনপ্রিয় গায়িকা রুনা লায়লার গান। এখনও তাঁর গাওয়া বিখ্যাত গান ইস্টিশনের রেলগাড়িটা, সাধের লাউ, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম জনপ্রিয়। তেমনই বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হলেন আলমগির। ‘আমার জন্মভূমি’ ছবির হাত ধরেই প্রথম চলচ্চিত্র জগতে নামেন তিনি। তারপর একে একে নানান ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা। তাঁদের কর্মজীবনের এই সাফলতাকে সম্মান জানিয়ে ১৯তম টেলি সিনে অ্যাওয়ার্ডে ‘লাইফটাইম এচিভমেন্ট’-এ সম্মানিত করা হবে।