আদিত্য সরপোতদার পরিচালিত শর্বরী অভিনীত ছবি ‘মুঞ্জ্যা’-এর টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবিটির এক মিনিট 23 সেকেন্ডের টিজারে ‘মুঞ্জ্যা’-এর জগতের একটি আভাস পাওয়া যায়। টিজারটি দর্শকদের রহস্যময় ‘মুন্নি’র সন্ধান সম্পর্কে জানতে আগ্রহী করে তোলে। শুধু তাই নয়, মুঞ্জ্য সম্পর্কে জানার জন্য দর্শকদের মধ্যে উত্তেজনাও তৈরি করে। মুঞ্জ্যায় দেখা যাবে সিজিআই অভিনেতাকে। টিজারে এর লুক বেশ ভীতিকর। ছবিটি ভারতের সাংস্কৃতিক ব্যবস্থার সাথে সম্পর্কিত একটি মিথ ‘মুঞ্জ্যা’কে ঘিরে আবর্তিত হয়েছে। ছবিটির টিজারটি বেশ আকর্ষণীয়, এতে ‘মুঞ্জ্যা’ এমন একটি চরিত্র যে মানুষের মতো কথা বলতে এবং হাঁটতে পারে। আমরা এটিকে একটি ডিজিটাল অলৌকিক ঘটনা হিসেবে নিতে পারি যা দর্শকদের হৃদয়ে ভীতি সৃষ্টি করে এবং এর গোপনীয়তা সম্পর্কে জানার জন্য মানুষের উত্তেজনা বাড়ায়। ‘মুঞ্জা’-এর টিজার হরর এবং কমেডির ধরণকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। যেখানে ‘মুন্নি’কে রহস্যময় চরিত্রে দেখানো হয়েছে। এই ছবিটি ভয় এবং হাসি উভয়েরই এক অপূর্ব সমন্বয়। এই ছবিটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার। ‘মুঞ্জা’ ভারতের প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে যা পর্দায় CGI উপস্থাপন করেছে। বলিউডের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো একজন সিজিআই অভিনেতা নায়ক হয়েছেন। এই ছবির ট্রেলার মুক্তি পাবে 24 মে। নির্মাতারা টিজারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে বিশেষ ভূমিকায় রয়েছেন শর্বরী, মোনা সিং, অভয় ভার্মা এবং সত্যরাজ। এটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার। এটি তৈরি করেছেন দিনেশ ভিজন ও অমর কৌশিক। ছবিটির ট্রেলার মুক্তি পাবে 24 মে। আগামী ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি।