কনকাশনে আক্রান্ত টেলি তারকা বরুণ

মাথায় চোট পেয়ে আচমকাই অসুস্থ অভিনেতা বরুণ সুদ। তিনি জানান যে কনকাশনে আক্রান্ত তিনি। ইনস্টাগ্রামে বলিউডের ফ্যানেদের সঙ্গে অসুস্থতার খবর শেয়ার করেছেন তিনি। তিনি জানান যে ডাক্তার তাঁকে স্ক্রিন টাইম কমাতে বলেছেন। সেই কারণেই তিনি বিরতি নিয়েছেন। রোডিজ, স্প্লিটসভিলা, খতর কে খিলাড়ি এবং আরও অনেক শোতে অভিনয়ের জন্য পরিচিত বরুণ সুদ। গত নয় বছর ধরে তিনি বিনোদন ইন্ডাস্ট্রির অংশ। রোডিজ দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। সম্প্রতি, বরুণকে কর্মা কলিং-এও দেখা গিয়েছিল, যেখানে রবিনা ট্যান্ডনও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। বরুণ লেখেন, ‘আমার মাথায় আঘাত লেগেছে। কোনও বার্তার উত্তর দিতে সক্ষম ছিলাম না, স্ক্রিন টাইম এড়াতে বলা হয়েছে। আমি শীঘ্রই ফিরে আসব!’ কনকাশন হল একটি আঘাত যাকে মাইল্ড ট্রমাটিক ব্রেইন ইনজুরি (টিবিআই)ও বলা হয়। মস্তিষ্কের একটি আঘাত যা অঙ্গটির কাজ ব্যাহত করে। সাধারণত, এটি হঠাত্ মাথায় আঘাত পেলে এই অসুখ হয়। মাথাব্যথা, বিভ্রান্তি, সমন্বয়ের অভাব, স্মৃতিশক্তি হ্রাস, বমি বমি ভাব, বমি বা মাথা ঘোরা সহ বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়।