বাবাকে হারালেন ‘দঙ্গল’-খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। বাবা জাহিদ ওয়াসিম সকলকে ছেড়ে অকালে চলে গেলেন। বাবাকে হারানোর শোকসংবাদ নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী৷ জায়রা সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর খবর শেয়ার করে সকলকে তাঁর আত্মার শান্তি কামনায় জনগণকে প্রার্থনা করতে বলেছেন৷ অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন৷ এবং বাবাকে নিয়ে একটি নোটও শেয়ার করেছেন৷ জায়রার এই পোস্ট ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ সকলের তাকে মন শক্ত করার বার্তা দিয়েছেন৷ জায়রা ইনস্টাগ্রাম পোস্টে লেখেন-আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গিয়েছেন৷ আমি সবাইকে বাবার জন্য তাদের প্রার্থনায় স্মরণ করতে অনুরোধ করছি৷ তিনি যেন শান্তিতে থাকেন৷ তাকে যেন পরকালের সমস্ত শান্তি প্রদান করেন৷ বাবার মৃত্যুতে শোকে পাথর অভিনেত্রী৷ সকলেই তাঁকে সমবেদনা জানিয়েছেন৷