দুবাইতে মাঝেমধ্যেই ঘুরতে চলে যান টলিউডের একাধিক তারকারা। সেখান থেকে নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। তবে এবার ঘুরতে যাওয়া নয়, দুবাইতে একটা গোটা বাড়ি কিনে ফেললেন ঋষি চক্রবর্তী। রেজিস্ট্রেশনের পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ঋষি। পোস্ট করলেন ছবিও। তবে এখনই নতুন বাড়ি প্রকাশ্যে আনেননি তিনি। তাঁর এই পোস্ট দেখে শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেন বহু মানুষ।