দর্শক প্রথমবার দেখতে চলেছেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা-এর জুটিকে। প্রাথমিক ভাবে ছবির নাম ‘ভ্যাম্পায়ারস অব বিজয়গর’ ঠিক হয়েছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আদিত্য সরপোতদার। দীনেশ বিজনের প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস-এর ব্যানারে মুক্তি পাবে ছবিটি। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির চিত্রনাট্য তৈরির কাজ। একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির নির্মান কার্য। এই বছর নভেম্বরে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতারা। ভৌতিক ছবিতে রশ্মিকাকে দেখার জন্য উৎসাহিত অভিনেত্রীর অনুরাগীরা। আয়ুষ্মানের সঙ্গে রশ্মিকার জুটিকে প্রথমবার বড়পর্দায় আনার জন্য বানিজ্যিক সাফল্যের আশায় রয়েছেন নির্মাতারা।