অভিনেত্রী হিসেবে দর্শকদের কাছে বেশ প্রিয় পাত্রী রাধিকা আপ্তে। অন্য ধরনের চরিত্র বাছাই করার প্রবণতাই তাঁকে দর্শকদের কাছে প্রিয় করে তুলেছে। বর্তমানে তাঁর ক্যারিয়ারের সময়েটা যে বেশ ভালো তা বলা যেতেই পারে। বলিউড ও তামিল সিনেমার পাশাপাশি টলিউডেও নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। সেই গণ্ডি পেরিয়ে হলিউডে পাড়ি দিতে চলেছেন তিনি। দুই ফ্র্যাঞ্চাইজি জেমস বন্ড ও স্টার ওয়ার্স সিনেমার জন্য অডিশনের ডাক পেয়েছেন রাধিকা। তিনি জানান, জেমস বন্ড এবং স্টার ওয়ার্স সিনেমার অডিশনের জন্য তাঁকে ফোন করা হয়। জানা গেছে, রাধিকার মতোই একজন অভিনেত্রীকে চাইছেন তারা। সম্প্রতি জানা যায় পরিচালনার পথেও হাঁটতে চলেছেন রাধিকা। ‘স্লিপওয়াকার্স’ শিরোনামে একটি শর্টফিল্ম নির্মাণ করবেন তিনি। বলিউডের প্রথম কোনো অভিনেত্রী, যিনি শর্টফিল্ম প্রথম পরিচালনা করতে চলেছেন। পরিচালনা করার প্রসঙ্গে রাধিকা বলেন, ‘আমার ক্যারিয়ারে বেশ বুঝেশুনে আমি কাজ করেছি। আমার কাজগুলো দেখে দর্শকদের প্রতিক্রিয়াগুলোও এমন। নায়িকা হওয়ার স্বপ্ন আমি দেখিনি। যেহেতু থিয়েটার দিয়ে অভিনয়টা শুরু করি। আর থিয়েটারের ক্ষেত্রে চরিত্রের চ্যালেঞ্জ নেওয়ার একটা নেশা তৈরি হয়। সেই নেশা থেকেই আমি অভিনয় করি। যে শর্টফিল্মটির কাজ করছি সেটিও নেশা থেকে। অনেকদিন ধরেই এটির পরিকল্পনা করছিলাম। কিন্তু ঠিক আমিই নির্মাণ করবো কি-না সেটি বুঝতে পারছিলাম না। অবশেষে নিজেই সেই সাহসটা করে ফেললাম।’ তাঁর অভিনীত ‘প্যাডম্যান’ ও ‘আন্ধাধুন’ সিনেমা দুটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এছাড়াও তাঁর স্যাকরেড গেমস ওয়েব সিরিজ অ্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পায়। এবার আসতে চলেছে রাধিকা আপ্তের পরবর্তী সিনেমা ‘রাত একেলি হ্যায়’। এতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। এরই মধ্যে লাখনৌতে প্রথম শিডিউলের শুটিং শেষ হয়েছে।