সময়ের অভাবে আপন জনের কাছ থেকেও আমরা অনেক সময়েই দূরে চলে যাই। আর ঠিক সেই শূন্যতাই যখন পূরণ করে কোনও অনাত্মীয়, যাঁর সঙ্গে চোদ্দো পুরুষেও রক্তের কোনও সম্পর্ক নেই। তখন সেই মানুষগুলিই যেন আমাদের কাছের মানুষ হয়ে ওটে। ‘অসহায়’ আমাদের আশ্রয় হয়ে ওঠে। যেন কত জন্ম থেকে তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে। ‘সাঁঝবাতি’র গল্পের শুরুও ঠিক এমনভাবেই হয়েছে। দুই বৃদ্ধ-বৃদ্ধা ছানা দাদু ও মিষ্টি দিদা এবং তাঁদের সব সময়কার সঙ্গী চাঁদু আর ফুলির গল্প দেখাবে পরিচালকজুটি লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবি। ছবির টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। ছানা দাদু ও মিষ্টি দিদার চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী। পরিচালক লীনার ভাষায়, সম্পর্কের ভাঙাগড়ার গল্প দেখা যাবে ‘সাঁঝবাতি’ ছবিতে। সেই কারণেই ছবির শীর্ষক একটু অন্যধরনের- ‘এক ছক ভাঙা সম্পর্ক’। বাস্তব ঘটনার মিশেলে তৈরি হয়েছে ছবির প্লট। ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। সিনেমার চরিত্রদের লুক প্রকাশ পেয়েছে অনেক আগেই। এবার ‘সাঁঝবাতি’র চরিত্রদের রসায়ন নিয়ে টুকরো টুকরো গল্প তুলে ধরেছেন দেব। সেই গল্পেই উঠে আসল দুই বন্ধু চাঁদু আর ফুলির ঝগড়া-খুনসুটিও। খুনসুটি, ঝগড়া আর এর মাঝেই এক দুষ্টু মিষ্টি বন্ধুত্বের গল্প নিয়ে আসছে ‘সাঁঝবাতি’। সেই দুষ্টু মিষ্টি দোসরের সঙ্গে পরিচয় করালেন দেব। যিনি কিনা ‘সাঁঝবাতি’তে এক নিপাট সরল সাদাসিধে মধ্যবিত্ত ছেলে চাঁদু চরিত্রে অভিনয় করছেন। আর চাঁদুর সেই ঝগড়াটে বন্ধু ফুলির ভূমিকায় রয়েছেন পাওলি। দেবের শেয়ার করা ‘সাঁঝবাতি’র নতুন পোস্টারে যেন আরও বেশি করে প্রকাশ পেল চাঁদু আর ফুলির সম্পর্কের রসায়ন।