দুবছর আগে বাংলা সিনেমার দুনিয়ায় ঝড় তুলেছিল ভুটু আর চিনির ম্যাজিক । শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় প্রযোজিত হামি বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয় হয়েছিল সেই সিনেমা। বড়দের কথা বা বাংলা সিনেমার কথা ভাবা হলেও ছোটদের জন্য সেভাবে সিনেমার কথা ভাবা হয় না। সেই কথা মাথায় রেখেই এবার নতুন এক উদ্যোগ নিল শিবপ্রসাদ-নন্দিতা। ‘উইন্ডোজ’ ব্যানারেই শুরু হচ্ছে একটি নতুন উইং, যার নাম ‘হামি ফিল্মস’। এই প্রযোজনা সংস্থা তৈরি হল শুধুমাত্র বাচ্চাদের ছবি প্রযোজনা করার জন্য। প্রতি বছর হামি ফিল্মসের ব্যানারে আসবে ছোটদের ছবি। তাঁদের প্রযোজনা ও পরিচালনায় হামি ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে খুদেদের অভিনীত সিনেমা, ওয়েব সিরিজ এবং নন ফিকশন শো। তাঁদের মূল উদ্দেশ্য নতুন শিশুশিল্পীদের তুলে আনা এবং সকলের জন্য ভালো সিনেমা উপহার দেওয়া। ‘হামি ফিল্মস’-এর প্রযোজনায় যে কোনও পরিচালক বাচ্চাদের নিয়ে ছবি তৈরি করতে পারবে। কেউ তাঁদের নিজেদের কনসেপ্ট শেয়ারও করতে পারবেন এই প্ল্যাটফর্মে। এদিন এই খবরের পাশাপাশি প্রযোজক দ্বয় জানান ‘হামি ফিল্মস’-এর প্রযোজনায় দুটি ছবি মুক্তি পাবে। তার মধ্যে একটি ২০২০ সালে মুক্তি পেতে চলেছে, নাম ‘জুনিয়র পণ্ডিত’ ও ২০২১ সালে মুক্তি পাচ্ছে ‘জুনিয়র কমরেড’। দুটো সিনেমাই পরিচালনা করবেন শিবু-নন্দিতা। এই দুই ছবিতেই দেখা যাবে শিবপ্রসাদ ও গার্গী রায়চৌধুরিকে ‘ভুটু’-র বাবা-মা হিসেবে। আর ভুটু চরিত্রে দেখা যাবে সেই মিষ্টি ব্রতকে। জুনিয়র পণ্ডিতে এছাড়াও রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়। এই ফিল্মের মিউজিকের দ্বায়িত্বে থাকছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই খবর ঘোষণার দিন সান্তাক্লজের বেশে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি।