সম্প্রতি গোল্ডেন গ্লোবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত করা হয়েছে হলিউড অভিনেতা জোয়াকিন ফিনিক্স-কে। এবার তাঁকেই গ্রেফতার করল ওয়াশিংটন পুলিশ। হলিউডের খ্যতনামা অভিনেত্রী তথা সমাজকর্মী জেন ফন্ডা প্রথম জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার হয়েছিলেন। পরবর্তীকালে এই আন্দোলনে যোগ দেন ‘জোকার’ খ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স। প্রত্যেক সপ্তহেই প্রতিবাদ সভায় যোগ দেন ফিনিক্স। তাঁদের সঙ্গে প্রতিবাদে সামিল হন আরও বহু মানুষ। শনিবার ফিনিক্সের বক্তৃতা শুনতে হাজির হয়েছিলেন প্রায় ৩০০ জন মানুষ। অভিনেতার কথায়, মাংস ও দুগ্ধ শিল্প জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। বছর ৪৫-এর অভিনেতার কথায়, “কখনো কখনো আমরা বুঝে উঠতে পারিনা জলবায়ু পরির্বতন সংক্রান্ত সমস্যার সঙ্গী কীভাবে লড়াই করব? আপনারাই পারেন প্রতিদিনের কিছু অভ্যাসের পরিবর্তন এনে এই জলবায়ু পরিবর্তন রুখতে।কিছু জিনিস থাকে যা পরিবর্তন করা যায় না, কিন্তু আমরা যেটা বদল ঘটাতে পারি তা হল আমাদের খাদ্যাভ্যাস।” ফিনিক্স ছাড়াও জলবায়ু পরিবর্তন নিয়ে এই আন্দোলনে সামিল হলিউড তারকা মার্টিন শিন, ম্যাগি গিলেনহ্যাল এবং সুজান স্যারানডন-কেও গ্রেফতার করে পুলিস। ক্যাপিটল পুলিস জানিয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে এই জমায়েতে সামিল হওয়া মোটা ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরে অবশ্য তাঁদের সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।