জেএনইউ-এর ঘটনায় বাম ছাত্রদের আন্দোলনে গত মঙ্গলবার হাজির ছিলেন দীপিকা পাডুকোন। যার জন্য গত মঙ্গলবার থেকেই দীপিকার সিনেমা ‘ছপাক’ বয়কট করার ডাক দিয়েছেন অনেকেই। দীপিকাকে সাপোর্ট-বয়কট বিতর্কের মাঝেই শুক্রবার মুক্তি পেয়েছে ‘ছপাক’। বিজেপি শাসিত রাজ্যগুলিতে দীপিকা বয়কট বহাল থাকলেও, তাঁর পাশে এসে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন জয়াগার কংগ্রেস শাসিত রাজ্যগুলি। সর্বপ্রথম দীপিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ।তিনি গত বুধবার ট্যুইট করে জানান, ‘দীপিকা যা করেছেন ঠিকই করেছেন, আমি তাঁকে সমর্থন করি।’ তারপরেই গত শুক্রবার ‘ছপাক’ সিনেমার মুক্তির প্রথম দিনেই মধ্যপ্রদেশে ট্যাক্স ফ্রি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কমলনাথ। তাঁর পথে হেঁটেই গতকাল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও কংগ্রেস শাসিত পুদুচেরীতে ট্যাক্স ফ্রি ঘোষণা হয়ে যায় ‘ছপাক’। এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহল ঘোষণা করেছেন রাজস্থানেও ট্যাক্স ফ্রি দীপিকার ‘ছপাক’। কিন্তু মুখ্যমন্ত্রী কমলনাথ ট্যাক্স ফ্রি করেই শান্ত হননি। তিনি আরও জানিয়েছেন চলতি বছরের বলিউডের অন্যতম সেরা অ্যাওয়ার্ড শো আইফা অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশের ভূপালে। আর সেইখানেই মধ্যপ্রদেশের বর্তমান সরকারের পর্যটন দফতরের তরফ থেকে ‘ছপাক’-এর জন্য বিশেষ সম্মান দেওয়া হবে।সূত্রের খবর, রাজ্যের জনসংযোগ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পিসি শর্মা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০০০ সালে শুরু হওয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস একেকবার এক একটি রাজ্যে আয়োজিত হয়। এবার ভেন্যু মধ্যপ্রদেশের ভোপাল। চলতি বছরের মার্চ মাসেই এই অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। মোট ৯০ টি দেশে এবছরের আইফা দেখানো হবে। যার জন্য ৭০০ কোটি টাকা খরচ করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রত্যেকবছরেই ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয় ভারতে। গতবছরে মুম্বইতে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবছরে মধ্যপ্রদেশের ভূপালে অনুষ্ঠিত হওয়ায় দীপিকার হাতে মুখ্যমন্ত্রী কমলনাথ এই বিশেষ সম্মান তুলে দেবেন বলে জানা গিয়েছে।