পথকুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করলেন মিমি

গোটা দেশই এখন লকডাউন। বন্ধ হোটেল, রেস্তোরাঁ। খুব প্রয়োজন ছাড়া মানুষের বাড়ির বাইরে বেরনো নিষেধ। ফলে খাওয়ার জুটছেনা পথকুকুরদের। সকলেই জানেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী পোষ্য অন্ত প্রাণ। বাড়িতেই রয়েছে তাঁর সন্তানসম দুই পোষ্য। মিমি অনুরোধ করেছিলেন সকলেই, বাড়ির বেঁচে যাওয়া খাবার না ফেলে তা যদি ওই অবলা জীবগুলোকে দেওয়া যায়। এরপর তাঁর দলের কিছু কর্মীর সহায়তায় এবার কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিমি লেখেন, ‘আমাদের সবার জন্যই সময়টা খারাপ। আমার লোকসভার দলের শুভম ওর বন্ধুদের সঙ্গে নিয়ে ছুটে যাচ্ছে গত কয়েকদিন ধরে। মানুষ যখন নিজেরাই নিজেদের খাবার সংরক্ষণে ব্যস্ত তখন ওদের খাবার কই! এই দুর্দিনেও আসুন না আমরা সবাই মিলে এগিয়ে আসি। সবার ভালো হোক’। শীতকালীন সংসদের অধিবেশনেও পথ কুকুরদের নিরাপত্তা সহ একাধিক দাবি তুলেছিলেন মিমি।তাদের জন্য নির্দিষ্ট আইন প্রণয়নের কথাও বলেন। কিছুদিন আগে কসবাতেও তিনি কিছু কুকুর ছানাকে উদ্ধার করে তাদের রাখার ব্যবস্থা করেন। হোম কোয়ারানটিনে থাকলেও সবদিকে কড়া নজর রয়েছে মিমির। বাড়ি থেকেই দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন। মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার বিলি করেছিলেন আগেই। ব্যবস্থা করেছেন চাল-ডালেরও। হোয়াস্টঅ্যাপে প্রেসক্রিপশন পাঠালে বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছেন সাংসদ। অন্যদিকে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যয়ও পথ কুকুরদের খাওয়ার দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন। তাঁর পাড়ার কুকুরদের তিনি নিজের উদ্যোগেই খাওয়াচ্ছেন।

সময়টা অনেকটা খারাপ হয়তো সবার সাথে ওদের জন্য‌ও ! তাই আমার লোকসভায় আমার দলের শুভম তার সকল বন্ধুদের নিয়ে আর ওদের জন্য একটু…

Posted by Mimi Chakraborty on Monday, 30 March 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *