করোনার কারণে এইবারের পরিস্থিতি অনেকটাই আলাদা হওয়ায়,বাড়ির পুজো বা রাজবাড়ির পুজোগুলো মানুষ দেখতে পাবেন কিনা সেটা একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। এর আগেই যেমনটা শোনা যাচ্ছিল বেশ কয়েকটি বাড়ির পুজো বা রাজবাড়ির পুজোয় এইবার ঢোকার সুযোগ পাবেন না সাধারণ দশনার্থীরা ৷ এবার একই নিয়ম করা হল মল্লিক বাড়ির পুজোর ক্ষেত্রেও। সাধারণের জন্য এবার বন্ধ মল্লিক বাড়ির দরজা ৷ আজই সোশ্যাল মিডিয়াতে মল্লিক বাড়ির মেয়ে কোয়েল মল্লিক একটি পোস্ট করেন এবং সেখানে তিনি পরিষ্কার লিখে জানিয়ে দিয়েছেন এবারে পুজো শুধু পরিবারের সদস্যদের জন্যেই খোলা থাকছে। প্রতিবারের মতন এবারে আর সাধারণ দর্শনার্থীরা মল্লিক বাড়িতে ঢুকে মায়ের দর্শনের সুযোগ পাবেন না।অভিনেত্রী এও লেখেন, মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে গেলে আগামী বছর আগের মতোন পুজো দেখতে পারবেন সাধারণ দর্শনার্থীরা।