গান্ধী জয়েন্তীতে শাহরুখের পোস্ট নিয়ে কটুক্তি অভিনেত্রী সায়ানী গুপ্ত

গান্ধী জয়ন্তী উপলক্ষে শাহরুখ খান ‘খারাপ বলবেন না, খারাপ শুনবেন না, খারাপ দেখবেন না’ এর সাথে মহাত্মা গান্ধীজির এই উক্তিটি শেয়ার করেছেন। কিং খান পোস্টে নিজের মেয়ে সুহানার ছবি শেয়ার করেছেন। ছবিতে, সুহানার চোখে হাত রয়েছে যা দেখায় যে কারও খারাপ দেখবেন না। ট্যুইটিতে শাহরুখ লিখেছেন, ‘আমরা যদি এই গান্ধী জয়ন্তীর উপর আমাদের বাচ্চাদের কিছু শেখাতে চাই বা তাদের ভাল-মন্দ সময়ে কাজ করে এমন কিছু বলতে চাই, তবে তা হ’ল – ‘খারাপ শুনবেন না, খারাপ দেখবেন না এবং খারাপ বলবেন না’ । শাহরুখ খানের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমন পরিস্থিতিতে ‘ফোর মোর শটস’ খ্যাত অভিনেত্রী সায়ানী গুপ্ত অভিনেতাকে কটূক্তি করেছেন। নিজের ট্যুইটের মাধ্যমে তিনি শাহরুখকে অনুরোধ করেছেন যে প্রত্যেকেরই সত্য কথা বলার সাহস থাকা উচিত। তিনি ট্যুইট করে লিখেছেন, ‘ঠিক কথা বলতে হবে। গান্ধীজি আমাদের শিখিয়েছেন যে সত্যের পক্ষে কথা বলা উচিত, ক্ষতিগ্রস্থদের পক্ষে কথা বলা উচিত, দলিত ভাই-বোনের অধিকারের জন্য কথা বলা উচিত। আপনার চোখ এবং কান বন্ধ করা উচিত নয়’। সায়ানী গুপ্ত সরাসরি নিজের পোস্টের মাধ্যমে শাহরুখের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি এই ট্যুইটিতে তিনি শাহরুখকেও ট্যাগ করেছেন। তিনি যখন পোস্টে দলিত শব্দটি ব্যবহার করেছেন, তখন বোঝা যাচ্ছে যে তিনি হাথরাসের ঘটনায় শাহরুখের নীরবতায় সন্তুষ্ট নন। তবে শাহরুখ খান এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।