মেহেন্দি, ফারেব ছবিতে দেখা গিয়েছিল এই নায়ককে। তবে আজ তিনি খ্যাতির আড়ালেই চলে গিয়েছেন। নাম ফারাজ খান। দীর্ঘ দিন ধরেই খুবই অসুস্থ তিনি। বেঙ্গালুরুতে এক হাসপাতালে তিনি ভর্তি। তাঁর বুকে মারাত্মক সর্দি জমার ফলে সংক্রমণ হয়েছে। গত ১ বছর ধরে তিনি এই অবস্থায় ভুগছেন। এতদিন ভোগার ফলে তা হার্পেস সংক্রমণে দাঁড়িয়েছে। যা তাঁর মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে। মাঝেমধ্যেই শরীরে খিঁচুনি লাগছে। তবে ঠিকঠাক চিকিত্সা হলে এই রোগ সেরে যাবে এবং পুনঃরায় তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তবে এই চিকিত্সার খরচ বিপুল, যা তাঁর পরিবারের পক্ষে চালানো সম্ভব নয়। সেই কারণেই তাঁরা সকলের সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। ফান্ড রেইজের আর্জি রাখেন সকলের সামনে। বলিউডের তারকাদের উদ্দেশ্যে ফারাজের ভাই লেখেন যে, সকলের সাহায্যে আমার ভাই ও আপনাদের সহঅভিনেতাকে বাঁচানো জন্য এগিয়ে আসুন। এই আর্জি রাখছি। এরপরই একে একে ফারাজের ভাইয়ের ডাকে সাড়া দেন অনেকেই। প্রথমে পূজা ভাট সাহায্য করেন। এবার বলিউড অভিনেতা ফারাজ খানের পাশে দাঁড়ালেন সলমন খান। সলমন দেন ওষুদের টাকা, চিকিত্সার বিল। ফারাজ খানের চিকিত্সা এবং সেই সংক্রান্ত খরচের বিষয়ে এগিয়ে এলেন ভাইজান। যে খবর প্রকাশ্যে আসতেই তাঁকে ধন্যবাদ জানান অভিনেতার পরিবার। সলমন যে এভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছেন, ফারাজের চিকিত্সার ব্যবস্থা করে দিয়েছেন, তার জন্য তাঁরা কৃতজ্ঞ বলেও জানানো হয় অভিনেতার পরিবারের তরফে। সলমনের এই সাহায্যের পর তাঁর প্রশংসায় একটি পোস্ট করেন অভিনেত্রী কাশ্মীরা শাহ। তিনি লেখেন যে, আপনি সত্যিই মানুষের মত মানুষ। ফারাজের মেডিক্যাল বিলের জন্য সাহায্য করে আরও একবার তা প্রমাণ করলেন। আপনি চিরকাল আপনাকে পছন্দ করব এই জন্য যে, আপনি অসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে সলমনের প্রশংসা করায় যদি কেউ আমায় অপছন্দ করেন তো আমার কিছু যায় আসে না। আমায় আনফলো করতে পারেন। আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে সলমনের মত এমন একজন সত্ মানুষ আর কেউ নেই। আপাতত ICU-তে রয়েছেন ফারাজ। তাঁর চিকিত্সা চলছে। তাঁকে বাঁচাতে ও সুস্থ করে তুলতে প্রয়োজন প্রচুর পরিমাণ চিকিত্সার। তাঁর সুস্থতা কামনা করি আমরাও।