লক্ষ্মী বম্ব-এর ট্রেলার দেখার পর অক্ষয় কুমারের ভূয়ষী প্রশংসা করেন অজয় দেবগন। অক্ষয় কুমারের প্রশংসা করার পরই কড়া আক্রমণের মুখে পড়তে হয় অজয় দেবগনকে।তিনি টুইটে লেখেন, ‘লক্ষ্মী বম্ব-এর ট্রেলারে অসাধারণ অভিনয় করেছেন অক্ষয় কুমার। ওই সিনেমার বিভিন্ন অবতারে অক্ষয় যেভাবে তেড়ে অভিনয় করেছেন, তা দেখে খুব ভাল লেগেছে। ফলে আগামী ৯ নভেম্বরের জন্য অপেক্ষা করছি।’ এরপরেই সোশ্য়াল নেটওয়ার্কিং সাইটে অজয় দেবগনকে একের পর এক আক্রমণের মুখে পড়তে হয়। সম্প্রতি মুক্তি পায় লক্ষ্মী বম্ব-এর ট্রেলার। যেখানে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন কিয়ারা আডবাণী। ওই সিনেমায় লক্ষীকে অপমান করা হয়েছে বলে নেট জনতার একাংশ অভিযোগ করতে শুরু করেন। এমনকী, লক্ষ্মী বম্বকে বয়কট করা হবে বলেও সুর চড়াতে শুরু করেন অনেকে।