ঘটনার ঘনঘটার মোড়কে মুক্তি পেল ‘লুডো’-র ট্রেলার

‘জগ্গা জাসুস’-এর পর বেশ লম্বা একটা বিরতি নিয়েছিলেন পরিচালক অনুরাগ বসু। ২০১৭-র পর ফের স্ক্রিনে ফিরলেন ‘লুডো’ নিয়ে। যদিও তাঁর ২০১২ সালের বরফি আজও দর্শকের বড় পছন্দের তালিকার ছবি। আগামী ১২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে অনুরাগ বসু পরিচালিত ছবি ‘লুডো’। মুক্তি পেল ‘লুডো’-র ট্রেলার। জীবন তো অনেকটা লুডোয় মতোই। লুডোই তো জীবন। ছবির ট্রেলারের শুরুতেই ছক্কা দেখিয়ে এই কথাগুলিই পিছন থেকে ভেসে আসে। তার পর বলা হয়, ‘আপনি জিতুন বা হারুন, শেষ পর্যন্ত সব গুটি একটি ঘরেই তো পৌঁছবে তাই না?’ ছবিতে একাধিক তারকা, একাধিক ট্যুইস্ট। প্রায় তিন মিনিটের ট্রেলারজুড়ে ঘটনার ঘনঘটা। নেটফ্লিক্স অরিজিনাল এই ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রাজকুমার রাও, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, সান্যা মালহোত্রা, ফতিমা সানা শেখ। লুডোর ট্রেলার দেখলেই বোঝা যায় ছবির প্রতিটা চরিত্রের নিজস্ব গল্প এবং সবশেষে কোথাও একটা সবগুলির মিল রয়েছে এক জায়গায়। ছবির ট্যুইস্ট বোঝা যায় যখন অভিষেক বচ্চনকে একটি বাচ্চা মেয়েকে অপহরণ করার পর ফোনে হুমকি দিতে শোনা যায়। পাশাপাশি, হাসির খোরাক হয় যে অপহৃত শিশুটিই অভিষেককে বলে দিচ্ছে, হুমকিতে কী কী বলতে হবে। তার কথায়, ‘এটা তোমার প্রথম অপহরণ না?’ সোশ্যাল মিডিয়ায় এদিন অভিষেক এই ট্রেলার শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘খেলা শুরু হওয়ার পর তো সবার রং বদলাতে শুরু করে।’ ছবিতে সান্যা মালহোত্রা ও ফতিমা সানা শেখকে ফের একবার একসঙ্গে দেখা যাবে। তাঁরা আমির খানের দঙ্গল ছবি দিয়ে একসঙ্গে বলিউডে যাত্রা শুরু করেছিলেন। ২০১৬-র পর ফের একবার লুডো-য় একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ট্রেলার প্রকাশ্যে আসার পর পরপর ৬টি চরিত্রের সঙ্গে পরিচয় করান পরিচালক। অভিষেক বচ্চনকে যখন দেখা যাচ্ছে একজন অপহরণকারীর ভূমিকায়,  সেই সময় বন্দুক হাতে নিয়ে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীকে। অন্যদিকে একজন সাধারণ যুবকের ভূমিকায় দেখা যাচ্ছে আদিত্য রয় কাপুরকে। যিনি একের পর এক ইচ্ছেকে পরপর সাজিয়ে গড়ে তুলতে চাইছেন নিজের জীবন। লুডোর ট্রেলারে যে মূল চরিত্রগুলিকে দেখানো হয়েছে, তাঁরা ভাগ্যের জোরে একে অন্যের সামনে এসে পড়েন। তার জেরেই শেষ পর্যন্ত তাঁদের জীবনে কী হতে চলেছে, তার ইঙ্গিত দেওয়া হয়েছে লুডোর ট্রেলারে। প্রসঙ্গত লুডোর ট্রেলার মুক্তি পাওয়ার তার ভূয়ষী প্রশংসা করেন আমির খান। লুডো দেখার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে বলে প্রশ্ন করেন অভিনেতা। পাশাপাশি পরিতালক অনুরাগ বসু-সহ লুডোর গোটা টিম অসাধারণ কাজ করেছে বলেও মন্তব্য করেন আমির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *