দূর্গাপূজা, হোলি বা ঈদ সব কিছুতেই নতুন রুপে ধরা দেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট সক্রিয়। প্রতিবারের মতো দীপাবলিতেও সকলের মন মাতালেন নুসরত। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন ভিডিও। দীপাবলিতে সাদা লেহেঙ্গায় সেজে উঠেছেন অভিনেত্রী। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে নুসরত লিখেছেন, ”এবার আলো জ্বলুক, প্রাচুর্য এবং সুখ থাকুক!” পাশাপাশি বলিউডের গানে তালও মেলালেন নুসরত।