প্রয়াত কিংবদন্তি কবি অলোকরঞ্জন দাশগুপ্ত

 প্রয়াত হলেন কিংবদন্তি কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। জার্মানিতে নিজের বাসভবনে মঙ্গলবার স্থানীয় সময় রাত ন’টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। এই মৃত্যুসংবাদ জানান তাঁর স্ত্রী এলিজাবেথ। ১৯৯২ সালে ‘মরমী করাত’ কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছিলেন সাহিত্য আকাদেমী পুরস্কার। জার্মান সরকার তাঁকে গ্যেটে পুরস্কারে ভূষিতও করেন। এছাড়াও রবীন্দ্র পুরস্কারও পেয়েছিলেন অলোকরঞ্জন দাশগুপ্ত। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছতেই শোকস্তব্ধ সাহিত্য জগৎ সহ অগুনতি অনুরাগী। ১৯৩৩ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন অলোকরঞ্জন দাশগুপ্ত। শান্তিনিকেতনে পড়াশোনা সেরে উচ্চশিক্ষার জন্য তিনি পা রাখেন সেন্ট জেভিয়ার্স কলেজে। তারপর কলকাতা বিশ্ববিদ্য়ালয় থেকে স্নাতকোত্তর। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক বিভাগে এক দশকেরও বেশি সময় পড়িয়েছেন তিনি। হামবোল্ড ফাউন্ডেশান ফেলোশিপ নিয়ে একসময়ে পাড়ি দেন জার্মানিতে। বাংলা ভাষার সঙ্গে জার্মান সাহিত্যের মেলবন্ধনের রূপকার তিনিই। দুভাষাতেই অনুবাদ করেছেন অবিরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *