অস্ট্রেলিয়ান অ্যাকাডেমি অফ সিনেমা অ্যান্ড টেলিভিশন অ্যার্টস অ্যাওয়ার্ডস-এর মঞ্চে মনোনীত হল বলিউডের তিন ছবি

অস্ট্রেলিয়ান অ্যাকাডেমি অফ সিনেমা অ্যান্ড টেলিভিশন অ্যার্টস অ্যাওয়ার্ডস অর্থাৎ AACTA-এর মঞ্চে সেরা ছবির মনোনয়নে জায়গা করে নিল বলিউডের তিন ছবি। ভারতীয় সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে ‘থাপ্পড়’, ‘ছপাক’ এবং ‘শুভ মঙ্গল জাদা সাবধান’। সমাজের তিনটি আলাদা ধরনের সমস্যাকে অ্যাড্রেস করা হয়েছে এই তিন ছবিতে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ খবরটি জানিয়েছেন সোশাল মিডিয়ায় । ‘ছপাক’, ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও অ্যাসিড অ্যাটাক ভিক্টিমের যন্ত্রণা, তার লড়াইকে তুলে ধরা হয়েছে। ‘শুভ মঙ্গল জাদা সাবধান’ আবার সমকামী প্রেম নিয়ে সমাজের ছুৎমার্গকে ভাঙার চেষ্টা করে। ‘থাপ্পড়’-এর গল্পটা আবার একেবারে আলাদা। আপাত দৃষ্টিতে দেখলে এই ছবিতে কোনও লড়াই নেই। একজন গৃহবধূ, যে প্রতি মুহূর্তে তার স্বামী ও পরিবারের খেয়াল রাখে, তাকে হঠাৎ একদিন তার স্বামী রাগের মাথায় চড় মেরে দেয়। প্রফেশনাল জীবনের ঝামেলায় বিরক্ত হয়ে ভরা পার্টির মাঝে স্ত্রীকে চড় মেরে দেয় সে। পরে ক্ষমাও চেয়ে নেয়। কিন্তু স্ত্রী ডিভোর্স ফাইল করে। এই রকম তিন সামাজিক বার্তা দেওয়া হয়েছে এই তিন ছবিতে । আর এই তিন ছবিই একসঙ্গে জায়গা করে নিয়েছে AACTA-এর সেরা ছবির মনোনয়নে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *