খেলোয়াড় রশমি রকেট হয়ে উঠতে কালঘাম ছুটছে তাপসী পান্নুর। রশমি রকেট হয়ে উঠতে রক্ত জল করছেন তাপসী। চলছে তাঁর ফিজিকাল ট্রেনিং, কড়া ডায়েট। আর তারই মধ্যে জোরকদমে শুটিংও করছেন তিনি। সম্প্রতি তাপসী তাঁর শুটের জন্য প্রস্তুতির ছবি পোস্ট করেন। সেখানে দেখা যেচ্ছে, তাপসীকে পিছন থেকে ধরে থাকা হয়েছে। আর তিনি শরীরের সমস্ত জোর লাগিয়ে ওয়ার্কআউট করছেন। ক্যাপশনে তাপসী লিখেছেন, ‘হপ, স্কিপ, রান..রিপিট’।