রাত পেরোলেই বসবে গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের বিয়ের আসর। তার আগে শুরু হয়ে গিয়েছে বিয়ের আগের অনুষ্ঠান। হাতে মেহন্দি পরে নিয়েছেন দেবলীনা কুমার। মেহন্দি পরে বিয়ের আগে ফের শরীর চর্চা শুরু করে দেন টলিউডের এই অভিনেত্রী। মঙ্গলবার দেবলীনা একটি ভিডিয়ো শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে মেহন্দি পরেই শরীর চর্চা করতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, বিয়ের আগে ওই ভিডিয়োতে নিজেকে ‘ব্রাইড’ বলেও পরিচয় দেন দেবলীনা কুমার।