তাপসী পান্নুর প্রশংসায় পঞ্চমুখ দীপিকা পাড়ুকোন। তবে কোনও ছবির জন্য নয়, একটি ভিডিয়োর জন্য। তাপসী পান্নুর একটি ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যশরাজ মুখটের তৈরি ব়্যাপ ভিডিয়ো ‘বিগিনি শুট’-এ দুই বোনের সঙ্গে পা মিলিয়েছিলেন তাপসী। দুই বোন ছাড়াও তাপসীর সঙ্গে তাঁর বয়ফ্রেন্ড ম্যাথিয়াস বো-কেও দেখা গেছে এই পারফর্মেন্সে। যদিও ম্যাথিয়াসের সঙ্গে এখনও নিজের সম্পর্ককে অফিশিয়ালি ঘোষণা করেননি অভিনেত্রী, তবে অনেকেরই ধারণা যে তাঁরা একে অপরকে ডেট করছেন। আর সেই ভিডিয়ো দেখে মুগ্ধ দীপিকা। তবে একা দীপিকাই নন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, নেহা ধুপিয়া, অপারশক্তি খুরানা, বরুণ ধাওয়ান, তাহিরা কাশ্যপ, ভিক্রান্ত মাসে, ভূমি পেদনেকরের মতো একাধিক তারকা তাপসীর এই ভিডিয়োতে মন্তব্য করেন। সম্প্রতি একটি ভার্চুয়াল মিটে এসে দীপিকা বলেন, “তাপসী তোমার ওই বিগিনি শুট ভিডিয়োটা আমার ফেভরিট পারফর্মেন্স। আমি তোমার বড় ফ্যান ছিলাম, তবে ওই ভিডিয়ো দেখার পর আরও বড় ফ্যান হয়ে গেছি।”