পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন মধুর ভান্ডারকর। ছবির নাম ‘ইন্ডিয়া লকডাউন’। কোরোনাভাইরাসের জেড়ে ২০২০ সাল অভিশপ্ত হয়ে উঠেছে। কোরোনার জেরে দেশে জারি হয় লকডাউন। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েন বহু মানুষ। লকডাউনের ফলে দেশের অর্থনৈতিক অবস্থার উপর অনেকটা প্রভাব পড়ে। এই পরিস্থিতির গল্পই বড় পরদায় ফুটিয়ে তুলতে চলেছেন মধুর ভান্ডারকর। আজই এই ছবির কথা ঘোষণা করেছেন মধুর নিজেই। ছবিটি পরিচালনার পাশাপাশি পিজে মোশন পিকচার্সের সঙ্গে হাত মিলিয়ে এই ছবি প্রযোজনাও করবেন তিনি। ছবির শুটিং শুরু হবে ২০২১-এর জানুয়ারিতে। যদিও এই ছবির মুখ্য চরিত্রে কারা থাকবেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।