মুম্বইয়ের নাইটক্লাবে থেকে সুজান খানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। সেই বিষয়ে এবার মুখ খুললেন হৃতিক রোশন-এর প্রাক্তন স্ত্রী। সুজান জানান তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তাঁর সম্পর্কে ছড়ানো যাবতীয় খবর ভুল ও মিথ্যে। এ কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিলেন সুজান খান। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল ‘আমার বিনম্র নিবেদন’ ক্যাপশন দিয়ে সুজান লেখেন, ‘গত রাতে জে ডব্লু ম্যারিয়টের ড্রাগন ফ্লাই ক্লাবে আমি আমার কাছের বন্ধুর জন্মদিনের নৈশভোজে গিয়েছিলাম এবং সঙ্গে আরও বন্ধুরা ছিল। ভোররাত আড়াইটে নাগাদ পুলিশ ক্লাবে ঢোকে। পুলিশ ও ক্লাব কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলাকালীন সকলকে অপেক্ষা করতে বলা হয়। প্রায় তিন ঘণ্টা ধরে তা চলে। সকাল ছ’টা নাগাদ আমরা বাইরে বের হওয়ার অনুমতি পাই। অর্থাত্ সংবাদমাধ্যমে ছড়ানো আমার গ্রেপ্তারির খবর সম্পূর্ণ ভুল ও মিথ্যে।’ কেন তাঁদের এতক্ষণ ধরে অপেক্ষা করানো হল? সেই প্রশ্নের উত্তর তাঁর কাছে নেই বলেই জানান সুজান। তবে মুম্বই পুলিশের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। বরং মুম্বইয়ের পুলিশের তত্পরতার প্রশংসা করেন তিনি।