দীর্ঘদিনের অপেক্ষার পর সাতপাকে বাঁধা পড়লেন সূর্য নাম্বিয়ার সাথে অভিনেত্রী মৌনি রায়। অনুষ্ঠানে বলিউডের ছোট-বড় দুই পর্দার তারকা থেকে শুরু করে ছিলেন মন্দিরা বেদী, অর্জুন বিজলানি সকলেই, সেই ছবি নিজেরাই শেয়ার করেছে। মেহেন্দি থেকে শুরু করে বিয়ে সবকিছুতেই রয়েছে এক জমজমাট পরিস্থিতি। বিয়ে নিয়ে মৌনি ভালোই আনন্দে রয়েছেন। অভিনেত্রীকে দেখা যাবে রণবীর কাপূর ও আলিয়া ভট্ট-এর অভিনীত ছবি ‘ব্রম্ভাস্ত্র’-এ।
https://www.instagram.com/p/CZOhKuGtUck/?utm_source=ig_web_copy_link