প্রজাতন্ত্র দিবসেই বিয়ে সাড়লেন অনিন্দিতা রায়চৌধুরী-সুদীপ সরকার

ভালোবাসার বাঁধনে বাঁধা পড়ে গেল টলিপাড়ার নতুন জুটি অনিন্দিতা-সুদীপ। প্রজাতন্ত্র দিবসেই চার হাত এক করে নিলেন তাঁরা। গতকাল বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মীয়-সহ কিছু বন্ধু-বান্ধব, রয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, মানালির মতো একাধিক তারকারাও। আজ থেকেই আবার তাঁরা যে যার মতো শুটিং-এ ফিরবে।

https://www.instagram.com/p/CZL97xooiOE/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *