হিন্দির জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ১৪-এর লেডি বস অর্থাৎ অভিনেত্রী রুবিনা দিলায়েক পা রাখছেন বলিউড জগতে। হিন্দি ধারাবাহিকের প্রিয় চেনা মুখ অভিনেত্রী রুবিনা দিলায়েক। তাঁর অভিনয় মুগ্ধ করেছে হাজার দর্শকের মন। অভিনেত্রী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে তাঁর প্রথম ছবি ‘অর্ধ’-এর লুক শেয়ার করলেন। ছবিতে তাঁর চরিত্রের নাম মধু। ছবিটির পরিচালনার দায়িত্বে আছেন পলাশ মুঞ্ছল, এর আগে তাঁকে দেখা গিয়েছে সঙ্গীত পরিচালনার দায়িত্বে এবার দেখা যাবে তাঁকে ছবি পরিচালনার দায়িত্বে। তাঁর প্রথম ছবি ‘অর্ধ’-এর হাত ধরে তিনিও পা রাখলেন ছবির পরিচালনায়।