অনির্বাণের পরিচালনায় বড়পর্দায় আসছে ‘বল্লভপুরের রূপকথা’, ঘোষিত হল মুক্তির দিন

বাংলা চলচ্চিত্র জগতে জনপ্রিয় চেনা মুখ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য। অভিনয়ের সাথে সাথে এখন পরিচালনার দায়িত্বও সামলাছেন অভিনেতা। ওয়েবসিরিজ ‘মন্দার’এর হাত ধরেই পরিচালকের ভূমিকায় আসেন তিনি। এবার বড়পর্দায় এসভিএফের প্রযোজনায় ও তাঁর পরিচালনায় আসছে বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘বল্লভপুরের রূপকথা’। ছবিটি মুক্তি দিন ঘোষিত হল চলতি বছরের ২১শে অক্টোবর।