মা হলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ স্নেহা চট্টোপাধ্যায়। চলতি মাসের ৫ তারিখ একটি ফুটফুটে ছেলের জন্ম দেন অভিনেত্রী। সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। মা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ। একরত্তিকে দেখে বাবা সংলাপ ভৌমিকের পাগলপাড়া অবস্থা… উত্তেজনা, কৌতূহলের শেষ নেই! প্রশ্নে-প্রশ্নে জেরবার নতুন মা! তবে এখনও সন্তানের কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি অভিনেত্রী, তিনি যে অন্তঃসত্ত্বা, সেকথাও গোপনেই রেখেছিলেন। আপাতত ছেলের দুটি নাম ঠিক করেছেন নতুন মা-বাবা… ‘তুরুপ’ আর ‘শুক্তো’। কোনটা ফাইনাল হবে, তাই নিয়ে চলছে জোর ভাবনা-চিন্তা!