একত্রিত হচ্ছেন সঙ্গীত জগতের তিন কিংবদন্তি গুলজার, জাকির হুসেন এবং দীপক পণ্ডিত

একত্রিত হচ্ছেন সঙ্গীত জগতের তিন কিংবদন্তি গুলজার, জাকির হুসেন এবং দীপক পণ্ডিত। সৌজন্যে সঙ্গীতশিল্পী প্রতিভা সিং বাঘেলের প্রথমঅ্যালবাম “বোলে নয়না”। সঙ্গীত জগতের কিংবদন্তি ও তরুণ প্রতিভাদের সম্মিলিত প্রয়াসে এটি সঙ্গীত জগতে মহাকাব্য রচনা করতে চলেছে বলে মত শিল্পীমহলের। সুফিস্কোরের তরফে উপস্থাপন করা হচ্ছে “বোলে নায়না, সাইলেন্সস স্পিক” অ্যালবামটি। এই অ্যালবামের জন্য গান লিখবেন গুলজার, আর তাতে সুর দেবেন দীপক পণ্ডিত। আর এর সঙ্গে অ্যালবামে নতুন মাত্রা যোগ করবে গুলজারের ব্যারিটোন গলায় কিছু পাঠ। তবলায় সঙ্গতে ঝড় তুলতে চলেছেন উস্তাদ জাকির হোসেন। গুলজার ও জাকির হোসেনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত বলে জানান দীপক পণ্ডিত। একইভাবে এই উচ্ছ্বসিত জাকির হোসেন। তাঁর গলায় শোনা গেল দীপক পণ্ডিত ও গুলজারের প্রশংসা। “বোলে নয়না” অ্যালবামে দীপক পণ্ডিতের বেহালা সুরের মূর্ছনায় অন্য মাত্রা যোগ করতে চলেছে। এই অ্যালবামের কেন্দ্রবিন্দুতে থাকছে প্রতিভা সিং বাঘেলের গান। এই গানের ভিডিওতে প্রধান ভূমিকা তিনিই পালন করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *