গোটা টলিউড হোক কিংবা বলিউড চারিদিকে এখন থ্রিলারধর্মী ছবির রমরমা। তেমনই এক অন্য কাহিনী নিয়ে আসছেন পরিচালিক অরিন্দম শীল। আনছেন তাঁর নতুন ছবি ‘ইশকাবনের বিবি’। ছবিতে অভিনয় করতে দেখা যাবে তৃণা সাহাকে। অরিন্দম শীল পরিচালনায় এই নতুন ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখলেন ছোটপর্দার জনপ্রিয় চেনা মুখ অভিনেত্রী তৃণা সাহা। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। তাঁকেও অনেকদিন পর বড়পর্দায় দেখা যাচ্ছে। ছবির নাম শুনে তো বোঝাই যাচ্ছে যে এটি একটি নারীকেন্দ্রিক ছবি। ‘দ্য সিম্পল গার্ল’ কাহিনীর অবলম্বে তৈরি এই ছবি। ‘ইশকাবনের বিবি’ ছবিতে দেখা যাবে পৌলমী দাস, অর্ণ মুখোপাধ্যায়কেও। ছবিতে সিনেম্যাটোগ্রাফারের দায়িত্বে রয়েছেন মধুরা পালিত। ক্যামেলিয়া প্রোডাকশনসের প্রযোজনায়, পরিচালক অরিন্দম শীলের পরিচালনায় তৈরি ‘ইশকাবনের বিবি’ ছবিটি। এই ছবির শুটিং শেষ করেই পরিচালকের পরবর্তী ছবি ‘ব্যোমকেশ বক্সী’-র শুটিং শুরু হবে।