সুরেশ ত্রিবেনী পরিচালনায় আসছে নতুন থ্রিলারধর্মী সিরিজ ‘জলসা’। বুধবার মুক্তির পেল ছবির ট্রেলার। ছবিতে দেখা যাবে বিদ্যা বালান ও শেফালি শাহকে। তাঁদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা পাল্টে দেয় সবকিছু, তেমনই কিছু কাহিনী নিয়ে আসছে পরিচালক সুরেশ ত্রিবেনীর ছবি ‘জলসা’। ছবিতে মায়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিদ্যা বালানকে এবং রুকসানার চরিত্রে থাকবেন শেফালি শাহ। ছবিতে রয়েছেন মানব কল, ইকবাল খান, রোহিনি হত্তাঙ্গড়ি, বিদ্যার্থী বান্দি, শ্রীকান্ত মোহন যাদব প্রমুখেরা। আগামী ১৮ই মার্চ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তির পেতে চলেছে ছবিটি।
https://www.instagram.com/tv/Ca332lSDFq8/?utm_source=ig_web_copy_link