২০২০ সালে বিশ্বে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী দশ জন অভিনেতার মধ্যে অন্যতম অক্ষয় কুমার। তাঁর বার্ষিক আয়ের পরিমাণ ৪৮.৫ মিলিয়ন ডলার। ফর্বস পত্রিকায় প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে ,২০২০ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে জায়গা করে নিয়েছেন এই বলিউড স্টার। ফর্বসের এই তালিকায় অক্ষয় রয়েছেন ষষ্ঠ স্থানে। দশ জনের এই তালিকায় তিন খান-সহ কোনও ভারতীয়ের নামই নেই। জানা গিয়েছে, তাঁর আয়ের সূত্র হল ব্র্যান্ড প্রমোশন ও বিজ্ঞাপন। গত বছর জুন মাস থেকে চলতি বছরের জুনের হিসাবের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় সবার উপরে আছেন কুস্তি থেকে ফিল্মে আসা ডোয়েন জনসন বা রক রয়েছেন সবার উপরে। তাঁর বার্ষিক আয় ৮৭.৫ মিলিয়ন ডলার। তালিকায় শীর্ষে রয়েছেন রক, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রেয়ন্ড রোনাল্ডস ও মার্ক হলবার্গ। এরপর রয়েছেন বেন অ্যাফ্লেক, ভিন ডিজেল এবং অক্ষয় কুমার। উল্লেখ্য এর আগের একাধিকবার সবচেয়ে রোজগেরে অভিনেতাদের তালিকায় জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন অক্ষয় কুমার। আরও বলা দরকার, বিশ্বের ১০০ জন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সেলেব্রিটির তালিকাতেও ভারত থেকে একমাত্র অক্ষয়ই জায়গা পেয়েছেন। চলতি বছরে মহামারী ও নানা কারণে অক্ষয়ের আয় ২২ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে ৩৬৪ কোটি টাকা। তাতেও অবশ্য তালিকায় থাকতে অসুবিধা হয়নি। তবে ১০০ জনের তালিকায় তাঁর ক্রম ৩৩ থেকে নেমে ৫২-তম জায়গায় পৌঁছেছে। গত বছর অক্ষয়ের বার্ষিক আয় ছিল ৪৬৬ কোটি টাকা। ফর্বসের মতে বলিউডে সবচেয়ে উপার্জনকারী অভিনেতা যেমন অক্ষয়, তেমনই দানবীর হিসেবেও তিনি সবার উপরে। মহামারীতে তিনি করোনা রিলিফ ফান্ডে দান করেছেন ২৫ কোটি টাকা।