দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নিয়ে ছবি বানাবেন করণ জোহার। কিন্তু কারা অভিনয় করবেন, পরিচালনা কে করবেন সেই নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে সম্প্রতি শোনা গেল শঙ্করা ছবিতে অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আর মাধবন এবং অনন্যা পাণ্ডে। ছবিটি আইনজীবী সি শঙ্করণ নায়ারকে কেন্দ্র করে তৈরি হবে। যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মামলায় ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন এবং জিতেছিলেন। ছবিটি ‘The Case That Shook The Empire’ গল্প অবলম্বনে নির্মিত হবে। বইটি লিখেছেন শঙ্করণ নায়ারের প্রপৌত্র রঘু পালট, পুষ্পা পালট। ছবিটি পরিচালনা করবেন করণ সিং ত্যাগী।