১৪ বছর পর জাতীয় পুরস্কারজয়ী পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘লাভ সেক্স অউর ধোঁকা’-র সিক্যুয়াল নিয়ে ফিরছেন নির্মাতারা। আজ প্রকাশ পেয়েছে ছবির টিজার। সাহসী দৃশ্যে ভরপুর এই টিজারে দেখা মিলেছে মৌনি রায়, স্বাতিকা মুখোপাধ্যায়, তুষার কাপুর, আন্নু মালিক এবং উরফি জাভেদদের। ছবির টিজার দেখে বোঝার উপায় নেই এটি কোন বলিউড ছবির টিজার। ‘লাভ সেক্স অউর ধোঁকা’য় ছিল গোপন ক্যামেরার যুগে প্রেম, বেইমানির গল্প। অন্যদিকে সিক্যুয়ালটিতে প্রাধান্য দেওয়া হয়েছে ইন্টারনেটকে। ডিজিটাল যুগে প্রেম, ভালবাসা, বিশ্বাসঘাতকতার সঙ্গে টেকনোলজি পরিচালিত সমাজ যে ফলাফল ভোগ করছে প্রতিনিয়ত সেই চিত্রই ছবিতে তুলে ধরেছেন পরিচালক। ১৯ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে লাভ সেক্স অউর ধোঁকা ২।