আজ থেকে শুরু হল অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’-র শুটিং। আসন্ন এই ছবিতে নিজের লুক শেয়ার করে শুটিং শুরুর খবর জানালেন স্বয়ং খিলাড়ি। ঈষৎ বড় চুল। চোখে গোল ফ্রেমের চশমা। ছাই রঙা জামা। গলায় নীল ওড়না। মুখে বেশ গম্ভীর ভাব। ঠিক এমন লুকেই অক্ষয়কে দেখা যাবে ‘রাম সেতু’-তে। লুক শেয়ার করে অক্ষয় লেখেন, ‘খুব স্পেশ্যাল একটা ফিল্ম তৈরির জার্নি আজ থেকে শুরু হল। রাম সেতুর শুটিং শুরু। একজন প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করছি। এই লুকটা কেমন লাগছে, সে সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত সব সময় আমার কাছে গুরুত্বপূর্ণ।’ ‘রাম সেতু’তে অক্ষয়ের সঙ্গে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত বারুচা। অভিষেক শর্মা পরিচালিত এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। দিন কয়েক আগে এই ছবির মহরত হয়েছে অযোধ্যায়। সেখানেই কিছুটা শুটিং হলেও এর ৮০ শতাংশ শুটিং হবে মুম্বইতেই। অক্ষয় আগেই জানিয়েছিলেন, এই ছবির চিত্রনাট্যই আসল। সেটা তাঁর এত পছন্দ হয়েছিল, যে রাজি না হওয়ার কোনও কারণই ছিল না। একসঙ্গে বসে চিত্রনাট্য পড়ার সময়টাও এনজয় করেছিলেন তাঁরা।