পিছিয়ে গেল ‘চেহরে’-র মুক্তি

৯ এপ্রিল সারা দেশে মুক্তি পাবে ‘চেহরে’। কিন্তু আপাতত ছবির মুক্তি পিছিয়ে গেল। ‘চেহরে’-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন এবং ইমরান হাসমি। এই প্রথম দু’জনে একসঙ্গে কাজ করছেন।এছাড়াও আছেন আন্নু কাপুর, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঘুবীর যাদব এবং আরও অনেকে। পরিচালনায় রুমি জাফরি। ‘চেহরে’ নিয়ে উত্তজনা ছিল তুঙ্গে। প্রযোজক আনন্দ পণ্ডিত যথেষ্ট আশাবাদী ছিলেন এই ছবি নিয়ে। ‘চেহরে’ আক্ষরিক অর্থে ‘বিগ টিকিট মুভি’। কোভিড পরিস্থিতিতে হলে দর্শক টানতে এই রকমই একটা ‘বিগ টিকিট মুভি’-র জন্য অপেক্ষা করছিলেন প্রযোজক এবং সিনেমা হলের মালিকরা। আনন্দ পণ্ডিত আশাবাদী ছিলেন এই ছবি সিনেমা হলে দর্শক টানবে। আশায় বুক বেঁধেছিলেন তিনি। কিন্তু সেই আশায় জল ঢালল খোদ করোনা। সারা দেশে করোনা-গ্রাফ ঊর্ধমুখী। সেই কারণেই ছবি রিলিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রযোজক আনন্দ পণ্ডিত। গোটা দেশে করোনা সংক্রমণ ফের হু হু করে বাড়ছে। দেশের অনেক জায়গায় আবার লক ডাউন শুরু হয়েছে। মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় লক ডাউন জারি করা হয়েছে। টিকাকরণের সঙ্গে সঙ্গে বাড়ছে করোনা-গ্রাফ। যদিও ভারত সরকার একশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হলগুলো খোলার নির্দেশ ফ্রেব্রুয়ারি মাসেই দিয়ে দিয়েছে, তবু ভিড় তেমন জমছে না। দ্বিতীয় দফায় আছড়ে পড়তে পারে করোনা-ঝড়। নতুন করে সারা দেশে লকডাউনের আশঙ্কা তৈরি হয়েছে। তাই আর রিস্ক নিতে চান না প্রযোজক। তবে ‘চেহরে’ কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *