প্রকাশ্যে এল ‘দ্য ইন্টার্ন’-এর প্রথম পোস্টার

প্রকাশ্যে এল হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর ভারতীয় সংস্করণের পোস্টার। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন এবং দীপিকা পাডুকোনকে। এর আগে সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ-দীপিকা। তাঁদের আরও একবার একসঙ্গে পর্দায় দেখার জন্য উৎসাহী অনুরাগীরা। দীপিকা তাঁর ইনস্টা হ্যান্ডেলে ছবির ফার্স্ট লুক শেয়ার করেন। ছবির পোস্টারে সিলুটে দেখা যাচ্ছে দীপিকা এবং অমিতাভের অবয়ব। দু’জন একে অপরের দিকে হেঁটে আসছেন। পোস্টটির ক্যাপশনে দীপিকা লেখেন, ‘আমার অন্যতম স্পেশাল সহ-অভিনেতার সঙ্গে কোলাবরেট করা আমার কাছে পরম সম্মানের! #দ্যইনটার্নের ভারতীয় সংস্করণকে স্বাগত জানাই।’

https://www.instagram.com/p/CNR-n5fDhie/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *