করোনা-মুক্ত হয়েও বেশ কিছুদিন তিনি আইসোলেশনেই ছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনসালী। নিজের অফিসেই থাকছিলেন তিনি। অবশেষে তিনি ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং শুরু করলেন। ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং করতে করতেই করনোয় আক্রান্ত হন পরিচালক। স্বাভাবিকভাবেই শুটিং বন্ধ করে দিতে হয়। করোনা-মুক্ত হয়ে ফের শুটিং শুরু করলেন বনসালী। ছবিতে অজয় দেবগণ একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। খুব বেশি দিনের কাজ নয়। মাত্র একদিনের কাজ বাকি ছিল। অজয় দেবগণকে নিয়ে সেই বাকি কাজ শেষ করলেন পরিচালক। তবে এই মুহূর্তে ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং পুরোপুরি শেষ করা সম্ভব না। কারণ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন যিনি সেই আলিয়া ভাট এখন করোনায় আক্রান্ত। আলিয়াকে ছাড়া শুটিং শেষ করা সম্ভব নয়।
https://www.instagram.com/p/CLy2iXMJEBj/?utm_source=ig_web_copy_link