আবার টলিউডে পা অভিনেত্রী অনিন্দিতা বসু’র। পরিচালক অভিনন্দন দত্ত’র থ্রিলার ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনিন্দিতাকে। ছবিতে এক প্রেমিকার চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রীকে। যে ভালবাসা পাওয়ার জন্য এমন কিছু করে যা পরবর্তীতে বিপদের দরজায় তাকে এনে দাঁড় করিয়ে দেয়। ছবির নাম এখনও ঠিক হয়নি। অনিন্দিতা ছাড়াও ছবিতে দেখা যেতে পারে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত’কে। এছাড়াও দক্ষিণী ছবির জগতের জনপ্রিয় তারকারও দেখা মিলবে। সেইসঙ্গে বিদেশি তারকাও প্রভাব থাকতে পারে। সূত্রের খবর, ছবিটির শুটিং খুব তাড়াতাড়ি ইউরোপে হতে চলেছে।