বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শুভমন গিল! হিন্দি সিরিয়াল খ্যাত অভিনেত্রী ঋদ্ধিমা পন্ডিতের সঙ্গে নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। এমনকী প্রকাশ্যে এল বিয়ের তারিখও। ২০২৪-এর ডিসেম্বরে নাকি বিয়ে করছেন এই জুট। ঋদ্ধিমা পণ্ডিত মুম্বইয়ের বাসিন্দা। তাঁদের বয়সের পার্থক্যও অনেক। অভিনেত্রীর বয়স ৩৩ বছর। অন্যদিকে শুভমন গিলের বয়স ২৪ বছর। জনপ্রিয় টিভি শো ‘নাগিন’-এর সপ্তম সিজন থেকে টিভিতে প্রত্যাবর্তন করছেন ঋদ্ধিমা। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের বিয়ের খবর নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে তিনি বলেছেন, “যা রটছে তা মোটেও ঠিক নয়। আমার বিয়ের খবর কিংবা সম্পর্কের খবর যদি সত্যি হয় তাহলে সেটা আমি নিজেই সবাইকে জানাব। তাই গুজবে কান দেবেন না।”