মাদ্রিদে সম্মানিত ‘রবিবার’

আন্তর্জাতিক মাদ্রিদ চলচ্চিত্র উৎসব ২০২০-তে সম্মানিত হয়েছে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ ছবিটি। চলতি বছরের শুরুতে ছবিটি মুক্তি পায়। পরিচালক স্বয়ং এই খবর জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। অতনু তাঁর ফেসবুক হ্যান্ডলে লেখেন, ‘মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-তে ‘রবিবার’ ছবিটি দু’টি সম্মানজনক পুরষ্কার পায়। সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান এবং সেরা মূল চিত্রনাট্যের জন্য এই ছবি বিদেশের মাটিতে নিজের স্থান অধিকার করে নিয়েছে। যদিও এই খবরটি কিছু দিন আগেই ঘোষণা করা হয়েছিল। ‘রবিবার’-এর টিম সবাই ট্রফিগুলির অপেক্ষায় ছিলাম। তবে স্পেনে আবার যেহেতু লকডাউন শুরু হয়ে গিয়েছে, তাই সেগুলি এই মুহূর্তে আসবে না। তাই এখনই এই খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিলাম। আমার ও আমার তরফ থেকে জয়া আহসান’কে অনেক অনেক শুভেচ্ছা’’। সেরা অভিনেত্রীর সম্মান পেয়ে জয়া আহসান জানিয়েছেন, তিনি কৃতজ্ঞ পরিচালক ও তাঁর দর্শকের কাছে। পরিচালক যদি তাঁকে এই চরিত্রের জন্য বেছে না নিতেন তাহলে হয়ত গল্পটা অন্য রকম হত। তিনি অতনু ঘোষ এবং রবিবার’এর টিমকে তাঁর তরফ থেকে অভিনন্দন জানিয়েছেন।

https://www.facebook.com/atanugsh/posts/10158245729271843

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *