বলিউড জগতের ১০ বছর অতিক্রম করলেন জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। দেখতে দেখতে কাটিয়ে ফেললেন দশ বছর। অভিনয় জগতে তাঁর চরিত্রগুলি থাকে বেশ অন্য ধরনের। বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছিল অভিষেক কাপূরের পরিচালনায় ‘চণ্ডীগড় করে আশিকি’। সেখানে অভিনেতা আয়ুষ্মান খুরানার বিপরীতে ছিলেন বাণী কাপূর। তাছাড়াও সম্প্রতি পরিচালক অনিরুদ্ধ আইয়ার ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। অভিনেতা তাঁর প্রতিটি ছবিতে ভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলেন।