পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১ এপ্রিল। ছবিটি প্রযোজনা করেছেন শিল্পী এ পান্ডে ও অক্সদ কে পান্ডে। ছবিতে একাধিক অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় করতে দেখা যাবে। ছবিটি পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে তৈরি। শুধু পরিবার নয় ছবিটি অনেক সম্পর্কেরও গল্প বলবে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে গৌরব চক্রবর্তী, রুপঙ্কর বাগচি, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবলিনা কুমার, তনুশ্রী চক্রবর্তী, কৌশিক সেন সহ একাধিক অভিনেতা ও অভিনেত্রী। ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিটি সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’-র স্মরণে হলেও ছবিটি কোনও সিক্যুয়াল নয়। ছবির গল্পটি সম্পূর্ণ মৌলিক।